ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

দক্ষিণাঞ্চল অচল বাস ধর্মঘটে যাত্রী দুর্ভোগ চরমে

দক্ষিণাঞ্চল অচল বাস ধর্মঘটে যাত্রী দুর্ভোগ চরমে

জান-মালের নিরাপত্তা ও ক্ষতিপূরণ চেয়ে ১১টি রুটে বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে বরিশালসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। ধর্মঘটের কারণে বুধবার দিনভর বাসটার্মিনালে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেককে থ্রি-হুইলার, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলে করে ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন রূপাতলী বাস শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকালে বরিশাল শহরের রূপাতলী টার্মিনাল এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।সরজমিনে দেখা যায়, ধর্মঘটের কারণে টার্মিনালে সারি সারি দাঁড়িয়ে আছে শতশত বাস। এ কারণে রূপাতলী বাসটার্মিনাল থেকে দূরপাল্লার বরিশাল-খুলনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রুট পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বরগুনা, বাউফল, পটুয়াখালি, কুয়াকাটায় বাস চলাচল করছে না। ফলে এই ১১ রুটের যাত্রীদের চরম দুর্ভোগকে সঙ্গী করে থ্রিহুইলার বা মোটরসাইকেলে গন্তব্যে রওয়ানা দিতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ কাজে বরিশাল এসে ধর্মঘটে আটকে পড়েছেন পিরোজপুরের যাত্রী আবদুর রহমান। বয়োবৃদ্ধ এই ব্যক্তি হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন কীভাবে গন্তব্যে যাব জানি না। তুচ্ছ ঘটনায় কিছু দিন পরপর এমন দুর্ভোগ সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, মালিক-শ্রমিকদের জানমালের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীর কাছ থেকে হাফভাড়া আদায় নিয়ে ঝালকাঠি রুটের একটি বাসের হেলপার খারাপ আচরণ করেন। এরপর শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মীমাংসার জন্য টার্মিনালে গেলে তিনজনকে শ্রমিকরা মারধর করেছেন বলে অভিযোগ। এরপর শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচটি বাস ও শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। এরপর মঙ্গলবার রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন রূপাতলী বাসটার্মিনালের শ্রমিকরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মালিকরাও দাবি আদায়ে জোট বেঁধেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত