ভারতের সাপ্তাহিক পত্রিকা ‘দ্য অর্গানাইজার’ অন্তর্বর্তী সরকারকে হেয় করা ও বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার জন্য আবারও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা শুরু করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। গতকাল বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়।
ভারতের সাপ্তাহিক পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের সঙ্গে বৈঠকের মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে চ্যালেঞ্জ করছে ড. ইউনূস।
প্রেস উইং ফ্যাক্টস জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ আস্থা রয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার টিম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত সৃষ্টির একটি স্বচ্ছ প্রচেষ্টা হিসেবে বিষয়টি দেখবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভালো করেই জানে যে, প্রফেসর ইউনূস বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যার মধ্যে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসায়ী ও সুশীল সমাজের সংগঠনের নেতারাও রয়েছেন, এমনকি খোদ বাংলাদেশের সমালোচনাকারীরাও এর মধ্যে আছেন।
প্রেস উইং জানায়, সম্পূর্ণ মনগড়া প্রচারণার মাধ্যমে দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা মোকাবিলায় আমরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অন্যান্য বন্ধু ও মিত্রদের সঙ্গে কাজ অব্যাহত রাখতে চাই।