চাকরিতে পুনর্বহালের দাবি আদায়ে আগামী রোববার সকালে ফের সচিবালের সামনে অবস্থান নেবেন বিগত সরকারের আমলে নানা অভিযোগে চাকরি হারানো পুলিশ সদস্যরা। গতকাল বিকাল সোয়া ৩টার দিকে সচিবালয়ের মোড়ে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান চাকরিচ্যুত পুলিশ সদস্যের প্রতিনিধিরা। এর আগে দুপুর ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য সচিবালয়ে যান চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। কিন্তু উপদেষ্টা সচিবালয়ে না থাকায় তার দেখা মেলেনি। দেখা না পেয়ে ফিরে যান তারা। সচিবালয়ে যাওয়া প্রতিনিধিদলের সদস্যরা হলেন- এএসআই সাইফুল, কনস্টেবল সাদ্দাম, মহিদুল এসআই মামুন, সিরাজুল হক ও শাজাহান সাজু। সচিবালয় থেকে ফিরে এসে কনস্টেবল সাদ্দাম বলেন, আমরা অপেক্ষা করেছি। আশ্বাসও দেয়া হয়েছিল। তাতে বিশ্বাসও করেছিলাম মানবিক বিবেচনা করে হলেও আমরা চাকরিটা ফেরত পাব। যারাই একটু প্রতিবাদী ছিলেন তাদেরই চাকরিচ্যুত করা হয়। কিন্তু এখন বলা হচ্ছে তারা নাকি আইনের বাইরে যাবেন না।
‘আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দেখা পাইনি। পরে চেষ্টা করেছি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদের সঙ্গে দেখা করার। তাও সম্ভব হয়নি। কারণ তারাও সচিবালয় তখন ছিলেন না। পরে আমাদের সঙ্গে মিনিট খানিকের জন্য দেখা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সঙ্গে। তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।’
আজকের মতো অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে সবাইকে চলে যাওয়ার আহ্বান জানিয়ে তৌহিদুল ইসলাম নামে একজন বলেন, আমাদের সঙ্গে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ স্যারের কথা হয়েছে। আমরা আজকের মতো চলে যাচ্ছি। আগামী রোববার আবার আসবো। কথা দিচ্ছি আমরা কোনো হট্টগোল করব না। তবে রোববার যেন আমাদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা করানোর ব্যবস্থা করা হয়। আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সমন্বয়ক এএসআই সাইফুল ইসলাম বলেন, হারিয়ে গেছে বিশ্বাস আর নয় আশ্বাস। আমরা এই বৈষম্যবিরোধী সরকারের কাছে আহ্বান জানাবো আমাদের চাকরি ফিরিয়ে দিতে। তিনি আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা কেউ ঢাকা ত্যাগ করবেন না। আমরা আগামী রোববার আবার সচিবালয় যাব। ওই দিন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের চাকরি পুনর্বহালের এই বৈধ দাবির বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করব।