ঢাকা ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে চায় সলোমন দ্বীপপুঞ্জ

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে চায় সলোমন দ্বীপপুঞ্জ

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জ। ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজের সঙ্গে বৈঠককালে সেদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আগ্রহ প্রকাশ করেন। গত ২৭ ও ২৮ জানুয়ারি হাইকমিশনের একটি প্রতিনিধিদল সলোমন দ্বীপপুঞ্জ সফর করেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স সলোমন দ্বীপপুঞ্জে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বলেন, প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে। অনুষ্ঠানে দূতাবাসের প্রধান কিরীটী চাকমা বলেন, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সম্ভব। মতবিনিময়কালে হাইকমিশনের কাউন্সেলর মো. সালাহউদ্দিন বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এ সময় প্রবাসীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথা জানান। প্রতিনিধিদলের সদস্যরা প্রবাসীদের কথা শোনেন এবং সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত