ঢাকা ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

গুম কমিশনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

গুম কমিশনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদল গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ডয়িন অ্যাডেলে শিয়ানবোলা, যুক্তরাজ্য ফরেন অফিসের রয় ফ্লেমিং এবং সিয়ান এমব্লারের সমন্বয়ে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ সময় তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিগণ কমিশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত