ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে আসা ছয় সদস্যের মেডিক্যাল টিম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) তাদের কার্যক্রম শুরু করেছেন। কাজের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ৮৪ জনকে ফিজিওথেরাপি দেয়া হয়। নিটোরের সহকারী রেজিস্ট্রার ডা. নাঈমা ফেরদৌসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জনকে পুনর্বাসন, চিকিৎসা সেবা দেয়ার কার্যক্রম শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ছয় সদস্যের একটি ফিজিও মেডিক্যাল টিম। ভর্তি হওয়া আহতদের মধ্য থেকে ৮৪ জনকে ছয়টি গ্রুপে ভাগ করে ফিজিওথেরাপি দেওয়া হয়। এর মধ্যে ‘এ’ ওয়ার্ডে ৪৩ জন, বি-ওয়ার্ডে ৩৯ জন এবং বিএসএমএমইউ থেকে আসা দুই জন রোগীও রয়েছেন। ডা. আলনা ব্যানসিভেনগোর নেতৃত্বে ডা. স্টিফেনি ওয়াইট, ডা. মৌরিন কিং ডেলে, ডা. ক্রেইগ এমিডন ফক্স, ডা. এসলে নিকোল সাক্সে, ডা. মাইক ডেনি ফেজের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পুনর্বাসন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানানো হয়।