ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে। আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি রায় ঘোষণা করার নতুন তারিখ নির্ধারণ করেছেন। এনিয়ে দ্বিতীয়বারের মতো মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে গেল। গত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম জানান, রায় প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ দেওয়া হয়েছে। এর আগে ১৫ জানুয়ারি আদালত আসামিপক্ষের যুক্তিতর্ক শোনার পর রায় ঘোষণার জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেছিলেন। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এই মামলার মধ্যে ২৯৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) দাখিল করেছে।
২০১৯ সালের ২১ অক্টোবর, দুদক জি কে শামীম এবং তার মায়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। তদন্ত সংস্থা ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন অভিযোগপত্র দাখিল করেন।
এছাড়া, ২০২২ সালের ১৮ অক্টোবর মামলার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনকালে শামীম আদালতে উপস্থিত থাকলেও তার মা আয়েশা আক্তার অনুপস্থিত ছিলেন।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর, র্যাব রাজধানীর নিকেতনে শামীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে শামীমের বাসা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, ১৬৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রশিদ, নগদ এক কোটি ৮০ লাখ টাকা, মার্কিন ও সিঙ্গাপুরি ডলার এবং কিছু বিদেশি মদ উদ্ধার করা হয়।
২০২৩ সালের ১৭ জুলাই, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় ঢাকার আদালত জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর, একটি অস্ত্র মামলায় জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া, মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ৪১ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার রায় ঘোষণার জন্য নতুন তারিখের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা, যেখানে আদালত শামীম ও তার মায়ের বিরুদ্ধে বিচারিক সিদ্ধান্ত নেবে।