পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় ১১ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিভিন্ন সময়ে এ সব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এতে আহত হয়েছেন ২৫ জনেরও বেশি।
রংপুর : ঘনকুয়াশার কারণে রংপুরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত আহত ২০ জন হয়েছেন। গতকাল সকালে পৃথক ৩টি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে সকাল ৯টার দিকে নৈশ কোচ পাভেল এক্সপ্রেস কুড়িগ্রামগামী এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার তিনযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- রংপুরের কাউনিয়ার শাহিন আলম ও কুড়িগ্রাম জেলার উলিপুরের রমজান আলী। আহত মিলন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আহমেদ জানিয়েছেন। আরো দুই জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিক জেলার পীরগঞ্জে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কার ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৮ জন। অন্যদিকে রংপুর নগরীর নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন।
কুষ্টিয়া : পাথরবোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হ?য়ে?ছেন সিএন?জির আরো দ্ইু যাত্রী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দি?কে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম জানা গেলেও সিএনজি চালকের নামণ্ডপ?রিচয় জানা যায়নি। কুষ্টিয়া চৌড়হাস হাইও?য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত যাত্রীর নাম তানিয়া আক্তার (৩০)। আহত?দের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ : বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরীর কেওয়াটখালী এলাকার আজগর আলী বাবুলের ছেলে আবির হোসেন (১৯) ও পুরোহিতপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম বলেন, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। দ্রুত গতির মোটরসাইকেলটি ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। তাদেরকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া : ঘন কুয়াশায় বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি মাছবাহী ট্রাক চালকের সহকারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অন্য দিকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রনবাঘা বাসস্ট্যান্ডে মহাসড়কে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে বালুবাহী ট্রাকের। ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই বিপরীতমুখী মাছবাহী ট্রাকের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
টাঙ্গাইল : কালিহাতী সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ভোরে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা (২৮) বরিশালের লাকুটিয়া এলাকার রুহুল আমীন মোল্লার ছেলে। এলেঙ্গা হাইও?য়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. শরীফ জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মোটরসাইকেলটি মহাসড়কের পুংলি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই আরোহী রাকিব মোল্লার মৃত্যু হয়।