ঢাকা ০৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

২১শে বইমেলা : তারুণ্যের ভাবনা

স্বপ্নের বইমেলায় তারণ্যের পদচারণা

স্বপ্নের বইমেলায় তারণ্যের পদচারণা

একুশের বইমেলা শুধু বই বেচাকেনার স্থান নয়, এটি বাঙালির সংস্কৃতির প্রতিচ্ছবি, চিন্তার মুক্ত-প্রাঙ্গণ। বাংলা একাডেমির আয়োজনে প্রখ্যাত লেখকদের পাশাপাশি নতুন লেখকদের জন্য থাকুক বিশেষ আয়োজন। যেখানে তরুণদের লেখা নিয়ে আলোচনা হবে। সরাসরি পাঠকের সঙ্গে কথা বলতে পারবেন। বাংলা একাডেমির এই বইমেলা তরুণ লেখকদের জন্য বড় সুযোগ তৈরি করে। নবীন লেখকদের বই প্রকাশিত হওয়া, পাঠকদের সামনে আসা এবং তাদের লেখা নিয়ে আলোচনা হওয়া এটি বিশাল অনুপ্রেরণা। বইমেলা ঘিরে অনেক তরুণ লেখকদের মাঝে অন্যরকম আনন্দ ও আবেক কাজ করে। সাহস করে অনেক তরুণ প্রকাশনার জগতে আসেন। বিশেষ করে ছোট প্রকাশনাগুলো নবীনদের জন্য বড় ভূমিকা রাখে। তবে নবীন লেখকদের লেখার মানোন্নয়নের জন্য আরো বেশি কর্মশালা, আলোচনা এবং সিনিয়র লেখকদের কাছ থেকে দিকনির্দেশনা প্রয়োজন। বইমেলা যেন শুধু বাণিজ্যিক না হয়ে জ্ঞান, চিন্তা, মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার মঞ্চ হয়ে ওঠে। বইমেলার মাধ্যমে তরুণ লেখকদের জন্য আরো সুযোগ তৈরি হোক, তরুণদের সৃজনশীলতা ও চিন্তাশক্তি আরো প্রবল হোক- এটাই চাওয়া।

লেখক : তরুণ শিশুসাহিত্যিক, বানিয়াচং, হবিগঞ্জ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত