সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিক ডেস্ক

রাজধানীর রাজারবাগে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী, পাবানায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে এবং ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনসহ মোট পাঁচজন নিহত হয়। গতকাল রোববার এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর রাজারবাগ এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত নারীর নাম এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ২২ বছর বলে জানিয়েছে পুলিশ।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম বলেন, ওই নারী ভারসাম্যহীন ছিলেন। গত শনিবার মধ্য রাত দেড়টার দিকে রাজারবাগ আউটার সার্কুলার রোড গ্রিন লাইন পরিবহনের কাউন্টারের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কোনো গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ওই নারী। খবর পেয়ে রাত আড়াইটার দিকে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসআই রিয়াজুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে গাড়িটি শনাক্ত করা যায়নি। গাড়িটি শনাক্ত ও নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
পাবনা : পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও চার বছরের ছেলে নিহত হয়েছেন। গত শনিবার বিকালে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শিশু জুনায়েদ আহমেদের মৃত্যু হয়। বাবা সুলাইমান খাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান। সুলাইমান উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তিদের স্বজনরা জানান, ছেলেকে নিয়ে সকালে সুলাইমান মোটরসাইকেলে পার্শ্ববর্তী খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে দিনভর অবস্থান করার পর বিকালে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছালে ভাঙ্গুড়া থেকে চণ্ডীপুরগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে শিশু জুনায়েদ ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন সুলাইমান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তির পরামর্শ দেন। পরে ঢাকায় নেয়ার পথে টাঙ্গাইলে পৌঁছানোর পর সুলাইমান মারা যান। সুলাইমানের চাচাতো ভাই রমজান আলী বলেন, সুলাইমান বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছিলেন। ঘটনার পর থেকে তার জ্ঞান ছিল না। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
ফরিদপুর: ফরিদপুরে তরমুজভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর বাসস্ট্যান্ডসংলগ্ন আখ সেন্টারের সামনে ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মোটরসাইকেলচালক নয়ন শেখ (২২) ও রিকশাচালক শাজাহান শেখ (৫১)। নয়ন শেখের বাড়ি সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুরে ও শাজাহানের বাড়ি একই ইউনিয়নের মদনদিয়া গ্রামে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী তরমুজবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। আহত রিকশাচালক শাজাহানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালাউদ্দিন চৌধুরী আরও বলেন, ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।