রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশাসন ও অর্থ উইংয়ের উপ-পরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলি ঠেকাতে রাস্তা অবরোধ করেছে একদল মানুষ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে প্রথমে খামারবাড়ি গোলচত্বর এলাকা অবরোধ করলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়; এতে সেখান থেকে আশপাশের এলাকাতেও যানজট ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলকারী যাত্রীরা। এদিকে একই সময়ে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কিছু কর্মকর্তা খামারবাড়ির ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে গতকাল রোববার দুপুরে অ্যাসোসিয়েশনের মহাসচিব সাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই কর্মসূচির সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। অনৈতিক ও শৃঙ্খলা বিরোধী এই কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয় বিবৃতিতে। ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ জানিয়েছে, ‘ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে কিছু মানুষ দুপুর ১২টার দিকে খামারবাড়ির খেজুর বাগান ক্রসিং সড়কটি অবরোধ করেন। এর ফলে মানিক মিয়া এভিনিউ দিয়ে মিরপুর কিংবা বিজয় সরণিগামী যানবাহনগুলো আটকা পড়ে। এক্সপ্রেসওয়ে থেকে নামার মুখও আটকে যায়। বন্ধ হয়ে যায় ফার্মগেট থেকে আসাদগেট ক্রসিংয়ের রাস্তাটিও। দুপুর দেড়টার দিকে অবরোধকারীরা মূল সড়ক থেকে সরে এসে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তেজগাঁও অফিসে যাচ্ছিলেন আরিফ হাসান। যানজটে অতিষ্ঠ হয়ে তিনি সমকালকে বলেন, ‘বাইক চালিয়েও একটু একটু করে রাস্তা আগাতে পারছি না। তীব্র রোদ আর গরম পড়েছে আজ, তারপর রোজা। এর মধ্যে সড়কের এমন বেহাল দশায় ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে।’ ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রফিকুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টার দিকে কিছু মানুষ রাস্তা অবরোধ করার পরে ডিএমপির তেজগাঁও ক্রাইম ডিভিশনের কর্মকর্তারা এবং সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। আন্দোলনকারীরা ১০ মিনিট সময় নিলেও পরের এক ঘণ্টা তারা রাস্তা ধরে রাখেন। আমরা তাদের বলেছি, রমজান মাস, মানুষ রোজা আছে। আপনাদের কারণে রোজাদারদের অহেতুক ভোগান্তি হচ্ছে। তবুও তারা সরেনি।’ গত বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপ-পরিচালক মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপ-পরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পরপরই মাহবুবুর রশীদের অনুসারীরা খামারবাড়িতে উত্তেজনা তৈরি করেন। মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বের হতে বাধা দেয়া হয়। বিকালে ১৫-২০ কর্মকর্তা ও বহিরাগত কিছু ব্যক্তি নতুন দায়িত্বপ্রাপ্ত ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপ-পরিচালক মুরাদুল হাসানের কক্ষে ঢুকে তাকে হুমকি দেন। গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলমের অপসারণ দাবি করেন। তবে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ছাড়া শীর্ষ অনেক নেতা উপস্থিত ছিলেন না।