ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবি

নিখোঁজ বিজিবি সদস্যসহ পাঁচ লাশ উদ্ধার

নিখোঁজ বিজিবি সদস্যসহ পাঁচ লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টাকালে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বেলালের মৃতদেহ সাগরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এর আগে গত শনিবার সন্ধ্যায় টেকনাফে নাফ নদের দমদমিয়া এলাকা থেকে এক শিশুসহ চার রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছিল। এ নিয়ে ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার হয়েছে। গতকাল রোববার দুপুর সোয়া ১২টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সৈকত পয়েন্ট দিয়ে বিজিবি সদস্যের লাশটি উদ্ধার করে আনা হয় বলে জানান, স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান।

মৃত উদ্ধার মোহাম্মদ বেলাল (২৮) বিজিবির শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তবে বিজিবি সদস্যের বিস্তারিত জানাতে পারেননি তিনি। ঘটনায় নিখোঁজ বিজিবির সদস্যের সাথে একটি চাইনিজ রাইফেল এবং গুলি ভর্তি ৪টি ম্যাগজিন থাকার তথ্য পাওয়া গেলেও লাশের পাশাপাশি এসব আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ইউপি সদস্য আব্দুল মান্নান, গত শুক্রবার মধ্যরাতে নাফ নদের শাহপরীরদ্বীপ এলাকায় রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনার পর থেকে বিজিবির এক সদস্যসহ নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও সাগরে নিরবচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালায়। এক পর্যায়ে গতকাল রোববার সকালে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে অদূরবর্তী সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে কোস্ট গার্ড ও বিজিবির আভিযানিক দলের সদস্যরা লাশটি উদ্ধার করে। এরপর বেলা সোয়া ১২টায় শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া সৈকত নৌঘাট দিয়ে লাশটি নিয়ে আসা হয়েছে।

পরে লাশটি তোলার পর গাড়িযোগে বিজিবি নিয়ে যান বলে জানান তিনি।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, শাহপরীরদ্বীপের অদূরবর্তী সাগর থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবি সদস্যের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে লাশটি নিয়ে আসার পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপরীরদ্বীপ পশ্চিমে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ অনেকেই নিখোঁজ হন। তবে ঘটনায় সঠিক কতজন নিখোঁজ রয়েছে তা বিজিবি সব সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করতে পারেননি। তারপরও ঘটনায় আর কেউ নিখোঁজ রয়েছে কি না তা নিশ্চিত হতে নাফ নদ ও সাগরের সম্ভাব্য এলাকাগুলোতে সন্ধানকাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত