এআইনির্ভর ফিচার সমর্থনের জন্য ‘বিল্ট ইন’ ক্যামেরাসহ স্মার্টওয়াচ তৈরির কাজ করছে মার্কিন আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, ভবিষ্যতে নিজেদের বিভিন্ন স্মার্টওয়াচ মডেলে ক্যামেরা ফিচার যোগ করতে কাজ করছে অ্যাপল, যাতে এসব পরিধেয় ওয়াচ এআই ডিভাইসের মতো কাজ করতে পারে। অ্যাপল ‘তাদের স্ট্যান্ডার্ড সিরিজের ওয়াচ ও আল্ট্রা মডেল উভয় স্মার্টওয়াচেই এই ক্যামেরা ফিচার যোগ করার কথা বিবেচনা করছে’, যা ২০২৭ সালে বাজারে আসতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্লুমবার্গ। এ পদক্ষেপটি অ্যাপল ওয়াচকে ভিজুয়াল ইন্টেলিজেন্সের মতো বিভিন্ন এআই ফিচার সমর্থনে সহায়তা করবে। এ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী ক্যামেরাটি যে দিকেই নির্দেশ করুন না কেন, সে সম্পর্কে দ্রুত তথ্য পেতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
এর আগে, ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছিল, একই উদ্দেশ্যে এআইনির্ভর ক্যামেরাসহ এয়ারপড তৈরিরও কাজ করছে অ্যাপল, যেগুলো অ্যাপলের ক্যামেরাওয়ালা স্মার্টওয়াচের মতো একই সময়ে বাজারে চালু হতে পারে। বিভিন্ন মডেলের স্মার্টওয়াচে ক্যামেরা বসানোর অবস্থান আলাদা হতে পারে। ব্লুমবার্গ লিখেছে, স্ট্যান্ডার্ড সিরিজের বিভিন্ন ওয়াচের ডিসপ্লেতে ক্যামেরা বসাতে পারে অ্যাপল। অন্যদিকে, আল্ট্রাতে মডেলের ওয়াচে ক্যামেরাটি ডিভাইসের পাশে বসানো থাকতে পারে।