ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সচিবালয়মুখী শ্রমিকদের মিছিলে পুলিশের লাঠিপেটা

সচিবালয়মুখী শ্রমিকদের মিছিলে পুলিশের লাঠিপেটা

রোজার ঈদের আগে বকেয়া পরিশোধের দাবিতে সচিবালয় অভিমুখে পোশাক শ্রমিকদের মিছিল পুলিশি বাধায় প- হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে শ্রমিকরা শ্রম ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের মিছিল দেখে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয় পুলিশ। একপর্যায়ে আন্দোলনকারীরা এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বকেয়া পরিশোধের দাবিতে তিন দিন ধরে শ্রমভবনের সামনে অবস্থান করছিলেন শ্রমিকরা। শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, ‘ব্যারিকেডের দূরে থাকতেই শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে আমাদের তিন সদস্য আহত হয়েছেন।

‘অল্প সময়ের মধ্যেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, তাদের ডিসপাচ করে দিয়েছি, পরে তারা যে যার মতো চলে গেছে।’ তবে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, সেখানে কোনো সংঘর্ষ ঘটেনি। ব্যারিকেডের কাছে যাওয়ার আগেই পুলিশ টিয়ারশেল ছুড়ে এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ‘এরপর শ্রমিকরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিতে আসে। তখন কিছুটা ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে।’ আন্দোলনকারীদের কতজন আহত হয়েছে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমিই ৭-৮ জনকে হাসপাতালে পাঠিয়েছি। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।’ শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘সচিবালয় সড়কে ঢুকতে চাইলে তাদেরকে নিয়ম অনুযায়ী বাধা দেওয়া হয়। ‘তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত