ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মা-ছেলেসহ তিন জেলায় সড়কে নিহত পাঁচ

মা-ছেলেসহ তিন জেলায় সড়কে নিহত পাঁচ

একই পরিবারের দুইজনসহ জেলায় সড়কে প্রাণ গেছে পাঁচজনের। গতকাল বৃহস্পতিবার বিভিন? সময়ে এ সব দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া : বাইপাস সড়কে সবজিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরতলীর বাইপাস সড়কের ত্রিমোহনী এলাকায়। হতাহতদের বাড়ি কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোশালা এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বগুড়ায় একটি ফিড কোম্পানিতে কর্মরত আব্দুল কাদের ঈদের ছুটিতে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে ভোরে নিজ জেলা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন স্ত্রী ইতি খাতুন (৩০) ও ছেলে আহনাফ (৩) কে সঙ্গে নিয়ে। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরতলীর বারখাদা ত্রিমোহনী এলাকার বাইপাস সড়কের প্রবেশ মুখে একই দিক থেকে ছেড়ে আসা সবজি বোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আব্দুল কাদেরের স্ত্রী ইতি খাতুন ও ৩ বছরের ছেলে আহনাফ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদেরকে কুষ্টিয়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন জানান, কুষ্টিয়া বাইপাস সড়কে সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে সদরের হোতাপাড়া এলাকায় মহাসড়কের সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজু ও জিয়ারু। একজন পিকআপের হেলপার, আরেকজন মুরগি ব্যবসায়ী। আহত পিকআপ চালককে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমদ জানান, ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার ও মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়। দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।

সাতক্ষীরা : সাতক্ষীরায় দূর পাল্লার পরিবহণের ধাক্কায় যাত্রীবাহী মহেন্দ্রের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জ্যাতিন্দ্রনাথ মুখার্জী (৪০) কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের সাঁইহাটি গ্রামের ডা. শৈলেন্দ্রনাথ মুখার্জীর ছেলে। একই মহেন্দ্র এর যাত্রী সুশান্ত কুমার বিশ্বাস এর বাড়ি তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত