গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বৃহস্পতিবার আড়াইটার দিকে শ্রীপুরের স্টেশন মাস্টার মো. সাইদুর হরমান বলেন, ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করে সরিয়ে নেয়ার পরপরই দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতখামাইর রেল স্টেশন এলাকায় ওই ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছলে ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা পুরোপুরি নেভানো হয়। তবে এতে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস বলছে, ট্রেনটির যে বগিতে জেনারেটর থাকে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ওভারহিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনটি পাশের স্টেশনে নিয়ে ইঞ্জিন পাল্টানো হয়।