শিশুসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
কুষ্টিয়া: কুমারখালীতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় চার মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। আত্মীয়ের বাড়িতে সুন্নাতে খৎনার অনুষ্ঠানে যাওয়ার পথে অবৈধযান করিমন গাড়ির চাপায় শিশুটির মৃত্যু হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম নাঈম। সে উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিকশাচালক নাজমুল হোসেনের ছেলে।
এ ঘটনায় গাড়িচালক আমিনুল ইসলামকে (৩৫) আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার মহিদুল ইসলামের ছেলে।
ময়মনসিংহ: বাসচাপায় অটোরিকশার একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। গতকাল বিকালে মহাসড়কের চুরখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস চুরখাই এলাকায় আসলে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় দুই শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
টাঙ্গাইল: ট্রাকচাপায় আনসার সদস্য নিহত। টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারী ট্রাকচাপায় শফিউল্লাহ মিয়া নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিউল্লাহ মিয়া দেলদুয়ার উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন। দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনসার সদস্য শফিউল্লাহ ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন। একপর্যায়ে হাসপাতালের সামনে আসলে মাটি বহনকারীর ড্রাম্প ট্রাক তাকে চাপা দিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে।
চাঁদপুর: সদর উপজেলার বাগাদী ইউনিয়নে চান্দ্রা-গল্লাক সড়কে অটোরিকশার সঙ্গে বাইকের সংঘর্ষে বাইকার রেদওয়ান রাজা নিহত হয়েছেন। গতকাল দুপুরে ওই ইউনিয়নের পশ্চিম সেকদি শাহ আলম পাটওয়ারীর এবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।