খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
আতাউল্লাহ হাফেজ্জী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম ও কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি ছিলেন। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এক শোকবাণীতে খেলাফত মজলিস নেতারা মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত ও জান্নাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। খেলাফত মজলিস নেতারা বলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আল্লাহ তার সব দ্বীনি খেদমত কবুল করুন।