বাংলাদেশের মতো এত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে তিনি সাংবাদিকদের বলেন, এখানে কারো মধ্যে কোনো ‘ভেদাভেদ’ নেই। সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের দিনে বিভিন্ন স্নানঘাট পরিদর্শন করেন উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই, এখানকার সম্প্রদায়ের মধ্যে যত সম্প্রীতি আছে। ‘আপনি অন্যান্য আশেপাশের দেশে দেখেন কীভাবে কী হয়। আমাদের দেশে দেখেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই-বোনেরা এখানে কিন্তু এক সঙ্গে বসবাস করছে, কারো মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমরা এখানে এসেছি।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার নদীর পানি ভালো ছিল। পুণ্যার্থীর সংখ্যাও এবার বেশি। ‘পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার। নিরাপত্তার পাশাপাশি এখানে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। আমরা সবাই বাংলাদেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে সুষ্ঠুভাবে উৎসব পালনে কাজ করে যাচ্ছি।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা (সংবাদিকরা) সত্য ও সঠিক সংবাদ প্রকাশ করুন। সঠিক সংবাদ প্রকাশ করলে কেউ যদি মিথ্যা নিউজ করে তা স্বাভাবিকভাবে অকেজো হয়ে যাবে। ‘অনেকে মিথ্যা সংবাদ দিয়ে বেশি পয়সা আয় করে। আমাদের দেশের মিডিয়ার সঙ্গে অনেক বিদেশি মিডিয়ার ভালো সম্পর্ক রয়েছে, তারাও অনেক সময় মিথ্যা সংবাদ দিতে চায়। কিন্তু আপনারা সত্য সংবাদ দিয়ে মিথ্যাকে কাউন্টার করবেন। এতে তাদের মুখে চুনকালি পড়বে।’
তিনি বলেন, ‘আমাদের যদি কোনো ভুল থাকে সেটা আপনারা প্রকাশ করেন। তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কোনো মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না।’ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই স্থানকে কীভাবে পর্যটন কেন্দ্র করা যায় সে বিষয়ে আমরা দেখবো।’ পর্যটনকেন্দ্র থেকে পুণ্যভূমি হিসেবে লাঙলবন্দের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা ধর্মীয় বিষয়। পর্যটকরা এখানে এলে ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
সেখানে উপদেষ্টার সঙ্গে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খাঁন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান। শুক্রবার রাত ২টা থেকে শুরু হয়ে শনিবার রাত ১২টা ৪৫ পর্যন্ত এই উৎসব চলবে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছেন দেশ-বিদেশ থেকে আসা লাখো পুণ্যার্থী।