ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

সিরাজগঞ্জে কলা চাষে বাম্পার ফলনের আশা

সিরাজগঞ্জে কলা চাষে বাম্পার ফলনের আশা

সিরাজগঞ্জে এবার কলা চাষে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। খরচ কম লাভজনক এ চাষে ঝুঁকে পড়েছে কৃষকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৩০০ হেক্টর জমিতে এ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এ কলা চাষ করা হয়েছে। জেলার শয্যভান্ডার খ্যাত উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ উপজেলাসহ চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ কলা চাষ বেশি হয়ে থাকে। এছাড়া জেলার অনান্য উপজেলাতেও এ কলা চাষ করে কৃষকরা। তবে এ জেলার গ্রামঞ্চলের অনেক স্থানে জমিতে কলা বাগান চাষের পাশাপাশি বাড়ির আঙ্গিনা, পুকুরপাড়, ভিটেবাড়ি ও রাস্তাঘাটে চাষ করা হয়। সারা বছরই কৃষকরা কলার চারা বগুড়াসহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে উল্লেখিত স্থানগুলোতে চাষ করে থাকে। এ চাষে কলাগুলোর মধ্যে রয়েছে, সরপি, ভিম এটে, সাগর, চিনি চাম্পা, আনাজি, রঙ্গিন ও লম্বার ভিম এটে কলা। তবে এ অঞ্চলে সরপি, সাগর ও আনাজি কলাই বেশি চাষাবাদ হয়ে থাকে। বিশেষ সরপি কলাসহ প্রতি হালি এসব কলার দাম হাট-বাজারে গড়ে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়।

স্থানীয় কৃষকরা বলছেন, কলার দাম সব সময় ভালো থাকায় এ চাষে ঝুঁকে পড়েছে কৃষকরা। বিশেষ করে যমুনা নদীর চর ও তীরবর্তী এলাকায় এ চাষাবাদও হচ্ছে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় এ চাষ ক্রমশ বাড়ছে। সিরাাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি গ্রামের আদর্শ কৃষক আব্দুর রাজ্জাক প্রতি বছরই এ কলার বাগান চাষ করে থাকেন। এতে তিনি লাভবানও হয়েছেন। এবারো তিনি যমুনার তীরে রতনকান্দি হাটের পূর্বে প্রায় ২৫ শতাংশ জমিতে এ কলা বাগান চাষ করেছেন। এ কলা বাগানের ভেতরে অনান্য ফসলও চাষ করেছেন।

আর কয়েক মাস পরেই এ নতুন বাগানে কলা উৎপাদন হবে এবং কম খরচে তিনি এ চাষে লাভবান বলে বলে আশা করছেন। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহিদ সরকার আলোকিত বাংলাদেশকে বলেন, কম খরচে এ লাভজনক কলা চাষ প্রতিবছরই বাড়ছে। এ চাষে এবার জেলায় ২৮৭ হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটছে। এ চাষে কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি চাষ করছে। তবে সরপি, সাগর ও চিনি চাম্পা কলা চাষাবাদ বেশি হয়ে থাকে। এ চাষে কৃষকদের সংশ্লিষ্ট কৃষি বিভাগ পরামর্শও দিচ্ছে। এ কলা চাষে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত