ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মিয়ানমার সীমান্তে মাইন

বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় জারুলিয়া ছড়ি বিওপি’র সীমান্তবর্তী ৪৬-৪৭ নং পিলারে শুন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি- নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় ছাবের আহসদে ছেলে মো. তৈয়ব (৩৫)। স্থানীয়রা জানান, বাংলাদেশের পণ্যের পাচারের জন্য মায়ানমার সীমান্তের ওপারে যান। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্যের নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়া ছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ সীমান্ত পিলারে শূন্য লাইন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি পুতে স্থলমাইনে বিস্ফোরণ হয়। এসময় যুবকের ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, বেশ কিছু দিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার হচ্ছে। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে আসছে ইয়াবাসহ অবৈধ গরু। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়টি তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এবিষয়ে নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

এ প্রসঙ্গে বিজিবির এক কর্মকর্তা জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা এসব কাজে জড়িত। ইদানিং চোরাকারবারিরা প্রতিটি এলাকায় সিন্ডিকেট মজবুত করেছে। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সূত্রে জানা যায়, বিজিবির তৎপরতায় চোরাকারবারিরা প্রধান রুট ব্যবহার করতে ব্যর্থ হয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প পথ বেছে নিচ্ছে, যেখানে মাইন বিস্ফোরণের শিকার হচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা আরো শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত