ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জেলগেটে মারধরের শিকার সাবেক এমপি আজিজ কারাগারে

জেলগেটে মারধরের শিকার সাবেক এমপি আজিজ কারাগারে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা ডা. আবদুল আজিজ উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হওয়ার পর গত মঙ্গলবার সন্ধ্যায় জেলগেটে তাকে বিক্ষুব্ধ ছাত্র-জনতার হাতে মারপিটের শিকার হয়েছেন। ওই দিন রাতে তাকে বিক্ষুব্ধরা সিরাজগঞ্জ সদর থানায় সোপর্দ করে। বিস্ফোরক মামলায় গতকাল বুধবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই সাবেক এমপি উচ্চ আদালত থেকে জামিন পান। এ খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা কারাগারে সামনে ছাত্র-জনতা একত্রিত হয়। এরপর ওই সাবেক এমপি কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলে এবং টানা হেঁচড়া ও মারপিটের পর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, গত ৪ আগস্ট বিস্ফোরক মামলায় এমপি আবদুল আজিজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-২’র একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তারের পর র‌্যাব-১২’র মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত