ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

প্রশ্নফাঁসের সব উৎসে কঠোর নজরদারি হচ্ছে

বললেন শিক্ষা উপদেষ্টা
প্রশ্নফাঁসের সব উৎসে কঠোর নজরদারি হচ্ছে

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সিআর) আবরার। তিনি বলেন, আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। যেসব সূত্র বা উৎস দিয়ে প্রশ্ন বের হয়ে যায়, ফাঁস হয়; সেসব উৎসে আমাদের কঠোর নজরদারি ছিল, আছে এবং থাকবে। প্রশ্নফাঁস ঠেকানোকে আমাদের টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে দেখেছি। এটা রোধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। গতকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টার দিকে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সোয়া ১৯ লাখেরও বেশি পরীক্ষার্থী। তাদের জন্য ভালো পরিবেশে পরীক্ষার আয়োজন করাটাও বিশাল এক কর্মযজ্ঞ। এটা শুধু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা প্রশাসন দিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয়। দেশের প্রায় সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন। আজ পরীক্ষাটা শুরু হলো; এটা এক মাস চলবে। সবার সহযোগিতা নিয়ে আমরা পরীক্ষাটা শেষ করতে চাই।

তিনি বলেন, এ ধরনের পাবলিক পরীক্ষায় যে ধরনের ব্যত্যয় মাঝেমধ্যে ঘটে যায়, সেটা যেন না ঘটে; সেদিকে আমরা সতর্ক ছিলাম। আশা করছি, সুন্দর ও নিরাপদ এ পরিবেশ বজায় থাকবে। পরীক্ষা সবে শুরু, ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। এটা শেষ হবে আগামী মাসে। সে পর্যন্ত আমরা সতর্ক থাকব।

ফেসবুকে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রশ্নফাঁসের গুজব ছড়ায়। তাদের প্রতি অনুরোধ থাকবে এমন কাজ করবেন না। কারণ এ পরীক্ষা অনেক প্রস্তুতির পর অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী-অভিভাবক সবাই এক ধরনের চাপে থাকেন। সুতরাং গুজব ছড়িয়ে তাদের চাপটা দয়া করে আর বাড়াবেন না।

শেষ হয়েছে এসএসসির প্রথমদিনের পরীক্ষা, প্রশ্ন নিয়ে খুশি শিক্ষার্থীরা : এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হয়। এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ‘হাসিমুখে’ রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে বের হতে দেখা গেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে তারা বাংলা প্রথমপত্র পরীক্ষায় যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র খুব সহজ হয়েছে। তারা তিন ঘণ্টা সময় পেলেও তার আগেই লেখা শেষ করেছেন অনেকে। প্রত্যাশা অনুযায়ী খাতায় লিখতে পারায় অধিকাংশ পরীক্ষার্থী সন্তুষ্টি প্রকাশ করেছে।

রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীরা। এ কেন্দ্র থেকে বের হওয়া এক পরীক্ষার্থী বলেন, প্রস্তুতি বেশ ভালো ছিল। বাংলা প্রথমপত্র পরীক্ষা ভালো হবে, এটার আশা ছিল। যেমন প্রত্যাশা ছিল, তেমনটা লিখতে পেরেছি। বাকিটা ফল প্রকাশের পর দেখা যাবে।

এর আগে সকাল ১০টায় সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সময়সূচি অনুযায়ী প্রথমদিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হয়।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। তবে প্রথমদিনে সারা দেশে কত পরীক্ষার্থী অংশ নিয়েছে। আগামী ১৫ এপ্রিল মঙ্গলবার এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষ প্রকাশিত সময়সূচি অনুযায়ী-মঙ্গলবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা গ্রহণ করা হবে। অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) দ্বিতীয়দিনে গণিত-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত