সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষের মৃত্যু বাড়ছে। সড়ক দুর্ঘটনায় অনেকের ঘটনাস্থলেই মৃত্যু হচ্ছে, আবার কেউ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন। গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৪৫) এক নরীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে এক নারীর লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে জানতে পেরেছি, দ্রুতগামী একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক যানটি শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।
গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলার এমসি বাজারে ট্রাকচাপায় আশরাফুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে। আশরাফুলের চাচাতো ভাই মাসুম বলেন, অসুস্থ থাকায় নিজের জন্য ওষুধ কিনতে গতকাল সকালে একাই বের হন আশরাফুল। এ জন্য তিনি পাশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা সদরে গিয়েছিলেন। ফেরার সময় বাস থেকে এমসি বাজারে নামেন। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপর ট্রাকটি জব্দ করা হলেও চালক কৌশলে পালিয়ে গেছেন বলে জানান মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী। তিনি বলেন, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।
বগুড়া : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলা নারহট্ট ভেঁপড়া এলাকায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। নিহত হলেন- কাহালু উপজেলার শিকড় গ্রামের ভ্যানচালক নুর আলম (৫০) এবং পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন (৩৬)। পুলিশ সূত্রে জানা যায়, নুর আলম ভ্যানে বিবিরপুকুর থেকে মোফাজ্জল হোসেনকে সঙ্গে নিয়ে শিকড় গ্রামে যাচ্ছিলেন। নারহট্ট ভেঁপড়া এলাকায় পৌঁছালে ভ্যানটি বিকল হয়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি কোচ পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নুর আলম নিহত হন। মোফাজ্জলের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাগুরা : গতকাল শুক্রবার মাগুরা ভায়না মোড় টিএন্ডটি অফিসের সামনে বাসচাপায় লাইলী বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত লাইলী বেগম মাগুরা সদর উপজেলার ভিটাশাইর পূর্বপাড়ার বাসিন্দা। মাগুরার রামনগর হাইওয়ে থানার ওসি আলমগীর কবির জানান, লাইলী বেগম তার ছেলের মোটরসাইকেলে চিকিৎসার উদ্দেশ্যে মাগুরা শহরে এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ভায়না মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। ওইসময় সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।