ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ-রাশিয়া

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ-রাশিয়া

বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন এবং পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের মধ্যে বৈঠকে বাংলাদেশ ও রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পররাষ্ট্র সচিবকে অবহিত করেছেন। রাষ্ট্রদূত জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে পারস্পরিক সহায়তার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

জবাবে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন আশ্বস্ত করেছেন, বাংলাদেশ প্রতিষ্ঠিত অনুশীলন এবং জাতীয় অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে বহুপাক্ষিক ফোরামে রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। উভয়পক্ষই দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক এবং অনেক আন্তর্জাতিক বিষয়ে তাদের অভিন্ন মতামতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত