ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশকে অব্যাহত সহায়তার আশ্বাস ইউএনএইচসিআরের

বাংলাদেশকে অব্যাহত সহায়তার আশ্বাস ইউএনএইচসিআরের

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বাংলাদেশকে বিশেষ করে রোহিঙ্গা সংকটে অব্যাহত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে গত বৃহস্পতিবার বিদায়ী সাক্ষাতকালে বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি সুম্বুল রিজভী এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সাক্ষাতকালে পররাষ্ট্র সচিব বাংলাদেশে তার সফল মেয়াদের জন্য ইউএনএইচসিআর প্রতিনিধিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেন। পররাষ্ট্র সচিব কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাম্প্রতিক সফরের কথা স্মরণ করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের দীর্ঘ সময় অবস্থানের ফলে স্থানীয় সম্প্রদায়ের ওপর নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন। এরমধ্যে মাদক চোরাচালান এবং মানবপাচারের মতো অপরাধের উত্থানও অন্তর্ভুক্ত। রাষ্ট্রদূত জসিম পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান। উভয়পক্ষ রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের ওপর আসন্ন উচ্চপর্যায়ের সম্মেলন নিয়েও আলোচনা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত