ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশে ঢুকে ভারতীয়দের হামলায় আট জেলে আহত

বাংলাদেশে ঢুকে ভারতীয়দের হামলায় আট জেলে আহত

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত নদী কালিন্দির বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা একদল জেলের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় তিনটি নৌকা নিয়ে গেছে বিএসএফ। তবে কোনো জেলেকে তারা আটক করতে পারেনি।

এদিকে বিজিবি বলছেন, বাংলাদেশি জেলেরা ভারতের সীমান্তে ঢুকে পড়ায় তারা তাদের তিনটি নৌকা আটকে দিয়েছে। গত মঙ্গলবার রাতে সীমান্তবর্তী কালিন্দি নদীর বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকায় এঘটনাটি ঘটে। এসময় জেলেদের মারধর করে তাদের তিনটি নৌকা বিএসএফ সদস্যরা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জেলেরা। আহত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের রমজান আলী, শাহাজান আলী, শাহাদাৎ হোসেন, মো. শাহাজান, আতাউর রহমান, মো. আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ। হামলার শিকার শাহাদাৎ হোসেন জানান, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে চার দিন আগে তারা সুন্দরবনে যান। তিনটি নৌকার ১২ জন জেলে দুদিন ধরে বাংলাদেশের সীমানাভুক্ত উলোখালীর চরে পাটা জাল পেতে মাছ ধরছিলেন। একপর্যায়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুটি স্পিডবোট নিয়ে বিএসএফ সদস্যরা আকস্মিকভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের মারধর শুরু করেন। তিনি আরো বলেন, এসময় তারা নদীতে পেতে রাখা জাল ও সেখানে থাকা নৌকা ফেলে বনের মধ্যে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করে। এসময় জাল পাতা থাকলেও নৌকা দুটি নিয়ে হামলার সঙ্গে জড়িত বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে চলে যায়। বর্ডার গার্ড এলাকায় মাছ ধরতে যাওয়ার কারণে তাদের উপর হামলা করা হয়েছে। স্থানীয় রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের মারধরের শিকার আট জেলের মধ্যে ছয়জন তার এলাকার। বিএসএফ নৌকা নিয়ে উলোখালীর চর থেকে তাড়িয়ে দেয়ায় তারা উপায়ন্তর না পেয়ে পায়ে হেঁটে বনের মধ্য দিয়ে লোকালয়ে ফিরছেন। তিনি আরো জানান, সেখানে পেতে রাখা জাল উদ্ধারের চেষ্টা করা হবে। জেলেরা এলাকায় ফিরলে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জানানো হবে।

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বলেন, বিএসএফ সদস্যরা বাংলাদেশি সীমানায় ঢুকে তিনটি নৌকা নিয়ে গেছে বলে শুনেছি।

সাতক্ষীরা ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজিব জানান, আমরা যতদূর খবর পেয়েছি গত মঙ্গলবার রাতে বাংলাদেশি জেলেরা ভারতের সীমানায় প্রবেশের চেষ্টা করেছিল। তখন বিএসএফ তাদের তিনটি নৌকা আটকে দিয়েছে। হামলা বা গুলির কোনো ঘটনা সেখানে ঘটেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত