ঢাকা সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বজ্রপাতে নিহত ছয়

বজ্রপাতে নিহত ছয়

একদিনে চার জেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

গাজীপুর: কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সময় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার ভূলেশ্বর এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে কৃষক ইফাজ উদ্দিন (৬৫) ও কালীগঞ্জ উপজেলার টেক মানিকপুর এলাকার রজব আলীর ছেলে শুকুর আলী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে কাপাসিয়ার ভূলেশ্বর গ্রামের ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে যান। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। ইফাজকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, দুপুরে ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান। এদিকে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর এলাকার কৃষক শুকুর আলী দুপুর ১টার দিকে মাঠে কাজ করতে যান । এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

হবিগঞ্জ: আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হাওড়ে বজ্রপাতে দুইজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছে। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মনিরুল ইসলাম (২২) ও একই এলাকার কপিল উদ্দিন (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়- সকালে শিবপাশা গ্রামের পার্শ্ববর্তী হাওড়ে ধান কাটতে যায় একদল শ্রমিক। হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কপিল উদ্দিন বজ্রাঘাত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজমিরীগঞ্জ থানার (ওসি) মাইদুল হাছান বিষয়টি নিশ্চিত করেন।

ময়মনসিংহ: নান্দাইলে বজ্রপাতে হাসনা বেগম (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে। মারা যাওয়া হাসনা বেগম একই গ্রামের কৃষক নূরুল হকের মেয়ে। গত ১০ মাস আগে তার বিয়ে হয়। নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দুপুর ২টার দিকে বাড়ির পাশে একটি ফসলি জমিতে ধান কাটছিল নূরুল হক। এসময় হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ অবস্থায় বাড়ি থেকে পলিথিন কাগজ নিয়ে বাবার কাছে যাচ্ছিল মেয়ে হাসনা বেগম। এসময় বজ্রপাতে জ্ঞান হয়ে মাটিতে পড়েন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষক নিহত হয়ে গতকাল দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে এ ঘটনা ঘটে। নিহত ওই কৃষক কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানাযায়, কুড়িঘর গ্রামের পার্শ্ববর্তী বিলের ফসলি জমি থেকে ধান কাটতে যান আব্দুল আওয়াল। ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত