জেনে-বুঝেও ক্রিকেটার সাকিব আল হাসান কীভাবে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করলেন- প্রশ্ন রেখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল শুক্রবার সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস সচিবের সঙ্গে দেখা করেন। মাগুরা মেডিকেল কলেজের ফলাফল ও অন্যান্য বিষয় সম্পর্কে তিনি অবহিত আছেন বলে তাদের জানান।
এ সময় প্রেস সচিব তাদের বলেন, ‘এইখানে এসে যেটা দেখলাম, তাতে মনে হচ্ছে যে মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবে চলছে। এইখানের বিষয়টি আমরা জানিয়েছি (কর্তৃপক্ষকে), তারা বলেছেন যে- আপাতত মাগুরা মেডিকেল কলেজটাকে আপাতত মার্জ করা হচ্ছে না, এইটা আমাদের তারা জানিয়েছেন।’ মেডিকেল কলেজ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘সাকিব আল হাসান জেনে শুনে আওয়ামী লীগে যোগদান করল, সেটা কীভাবে করল আমার মনে প্রশ্ন!’
এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ বাজে একটি দল, ব্যাংক লুট করেছে, গুম, খুনসহ নানা অপকর্মের সাথে জড়িত, তা জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগদান করে। একটা দলের হাতে রক্ত। সেই দল হাজার ছেলেকে গুম করেছে খুন করেছে। সাকিব আল হাসান আওয়ামী লীগের যোগদান করার আগেই সব কিছুই জানত।’
প্রেস সচিব আরও বলেন, ‘তামিম ও মুশফিকও আইকন ছিল। তারা কেন তখন দলে যোগদান করল না? একজন আইকনের নিজস্ব স্বার্থ নেই?’