দেশের ২৬টি জেলায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার সকালে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় দেশের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নারসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ভোলা, বরগুনা ও নোয়াখালীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ওপর দিয়েও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়, এসব এলাকায় অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি শুরু হতে পারে হঠাৎ। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে বিশেষ করে খোলা জায়গায় কাজ করা কৃষক ও মাঠে থাকা শ্রমিকদের সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে, গত তিন দিন ধরে চলা বৃষ্টিতে দেশের তাপমাত্রা কিছুটা কমেছে। এতে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হয়েছে। আজও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টির কারণে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে কিছুটা দুর্ভোগ দেখা দিয়েছে। তবে অনেকেই বলছেন, প্রচণ্ড গরমের মধ্যে এই বৃষ্টি কিছুটা স্বস্তিও নিয়ে এসেছে।