ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ছয়

ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ছয়

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত শুক্রবার অভিযান চালিয়ে আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের ছয়জন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন, পল্লবী থানা ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন, ঢাকার ৫৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ মো. সোহেল, বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সোহেল রানা, বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়ামিন এবং ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার খান। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লবী থানার বাউনিয়া এলাকা থেকে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবির মিরপুর বিভাগের একটি দল। অন্যদিকে মহানগর গোয়েন্দা সাইবার বিভাগের একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ডিবির ওয়ারি বিভাগের একটি দল কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে শেখ মো. সোহেলকে গ্রেপ্তার করেছে।

ডিবির সাইবার বিভাগের একটি দলের হাতে রাজধানীর মধ্য বাড্ডা থেকে গ্রেপ্তার হয়েছেন সোহেল রানা ও মোহাম্মদ ইয়ামিন। আর শাহ আলী এলাকা থেকে আবুল বাশার খান গ্রেপ্তার হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে মামলা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত