ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ওবায়দুল কাদেরের ‘ভাগনে’ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের ‘ভাগনে’ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার ঘটনায় করা দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের দূর সম্পর্কের ভাগনে আলী হায়দার রতনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই মামলায় তাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আলী হায়দার নোয়খালীর কোম্পানীগঞ্জ উপজেলার বরবাড়িচর গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের দূর সম্পর্কের ভাগনে। তিনি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক প্রয়াত মোস্তাফিজুর রহমানের জামাতা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘আলী হায়দার রতন নামের এক ব্যক্তিকে ঢাকার রমনা থানার পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে আনা হয়েছে। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় দুটি হত্যা মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে আদালতে পাঠিয়েছি। আমরা জানতে পেরেছি, এই এলাকায় তার নামে- বেনামে অনেক সম্পত্তি আছে।’ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আলী হায়দারকে আটক করে রমনা থানায় সোপর্দ করেন লোকজন। পরে শ্রীপুর থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। শ্রীপুর থানায় আলী হায়দারের বিরুদ্ধে দুটি হত্যা মামলা আছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এই দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ২০২৪ সালের ২৮ আগস্ট দায়ের করা মামলায় তিনি ৯ নম্বর আসামি। এছাড়া ওই বছরের ৩ সেপ্টেম্বর দায়ের করা মামলার তিনি ৭ নম্বর আসামি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত