ঢাকার আলোচিত হত্যাকাণ্ড বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. হৃদয় মিয়াজী গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার রাত আড়াইটায় উপজেলার মনাইরকান্দি থেকে তাকে আটক করা হয়। আটকের পর হৃদয়কে র্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার কাছে গতকাল মঙ্গলবার ভোরে হস্তান্তর করা হয়। তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ জানান, র্যাব-১১ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সোমবার রাতে বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের হারুন-উর-রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হৃদয় তার বাসা থেকে হৃদয়কে আটক করা হয়। হৃদয় উপজেলার দুর্লব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার কমিটির যুগ্ম সদস্য সচিব। ঘটনার পর সে এলাকায় এসে নিজ বাড়িতে না থেকে মামার বাড়িতে আত্মগোপনে ছিল।
উল্লেখ্য, গত শনিবার ইউনিভার্সিটি অব স্কলার্সের দু’ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাধান করলে পারভেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ৩০ থেকে ৪০ জন হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে রবিবার বনানী থানায় আট জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।