রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধনের আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য আবেদন করতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ এর শর্তাবলী পূরণ সাপেক্ষে নির্ধারিত ফরমণ্ড১ পূরণ করে আবেদন করতে হবে। তবে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আগের গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শর্তাবলী অপরিবর্তিত থাকবে। ইসি সূত্রে জানা গেছে, ১০ মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধনের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। পরে বিভিন্ন অনিবন্ধিত রাজনৈতিক দল সময় বৃদ্ধির আবেদন করলে কমিশন সেই বিষয়টি বিবেচনা করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।