সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকায় বুধবার ভোর সাড়ে ৫টায় মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মাইক্রোবাসের ড্রাইভারসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় মারাত্মক আহত এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার কচকট (চারখাই) গ্রামের হাজী আবদুল জলিলের ছেলে মাইক্রোবাসচালক সুনাম মিয়া (২৪) ও মৃত কুটু মিয়ার ছেলে রাজন (২২) এবং গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশু পুত্র হাসান আহমদ (৮)। নিহত অজ্ঞাত আরেকজনের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাস (নোয়া) সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ভিতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনে মাইক্রোবাসটি পুরোপুরি পুড়ে যায়। ঘটনাস্থলেই আগুনে পুড়ে তিনজন যাত্রী নিহত হন। আহত পথচারী শিশু হাসপাতালে মারা যান। মাইক্রোবাসটি সিলেট থেকে বিয়ানীবাজারের চারখাইয়ে যাচ্ছিল।
জানা গেছে, এ ঘটনাটি তাৎক্ষণিক এলাকাবাসী
৯৯৯-এ কল দিয়ে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মধ্যে মাইক্রোবাস ড্রাইভারসহ তিনজনের পরিচয় পাওয়া গেছে। বিস্ফোরণে পথচারী একটি শিশুও মারা যায় বলে স্বীকার করেন ওসি।