প্রকৃতিতে শীতের আমেজ একেবারে কাবু করে ফেলেছে সবাইকে। এই সময় শরীর গরম রেখে সুস্থ থাকা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কেননা শীতের সময়টাতে সর্দি-কাশি ছাড়াও নানা সমস্যায় ভোগেন। তাই খাবারের ব্যাপারে একটু সচেতন থাকতেই হবে। এই সময় বাদাম আপনাকে বিভিন্ন রোগের
হাত থেকে রক্ষা করতে পারে। বাদামে রয়েছে ভরপুর প্রোটিন, যা দেহকোষের বৃদ্ধিতে সাহায্য করে। শিশুদের বৃদ্ধির ক্ষেত্রে বাদামের ভূমিকা অনেকটা। এর মধ্যে দুধের গুণাগুণও থাকে। তাই কেউ যদি দুধ খেতে না পারেন সেক্ষেত্রে বাদাম বিকল্প হতে পারে। অনেকের দুধ খেলেই বদহজম হয়। বিশেষ করে যাদের অন্ত্রের বিভিন্ন সমস্যা রয়েছে। তবে সুস্থ থাকতে তো দুধ খেতেই হবে। এজন্য এর বিকল্পও বের করতে হবে। এক্ষেত্রে বাদাম আপনাকে সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক শীতের সময়টাতে বাদাম খাওয়া কেন জরুরি
বাদাম রোগপ্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সাহায্য করে। বাদামেও ভিটামিন ‘সি’ পাওয়া যায়, যা শীতে সর্দি-কাশির মতো সমস্যা প্রতিরোধ করে। প্রতিদিন বাদাম খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, শরীর ভেতর থেকে শক্তিশালী হয়। হার্টের জন্য বাদাম খুব উপকারী। বাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেল থাকে। এটি হার্ট অ্যাটাক এবং হৃদযন্ত্রজনিত অন্যান্য সমস্যা কমিয়ে দেয়। বাদামে ট্রিপটোফ্যানও থাকে, যা ডিপ্রেশন কমাতেও সাহায্য করে।
বাদাম স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও অনেক উপকারী। বাদামে উপস্থিত মনোস্যাচুরেটেড অ্যাসিড ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে। ক্যান্সার কমানোর ক্ষেত্রেও সহায়তা করে বাদাম। বাদামে প্রচুর পরিমাণে ফাইটোস্টেরলস রয়েছে, যার আরেক নাম বিটা-সিটোস্টেরল। এই ফাইটোস্টেরল ক্যানসার প্রতিরোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। ডায়াবেটিক নিয়ন্ত্রণেও বাদাম অনেকটা সাহায্য করে। এর মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ খনিজ দ্রব্য। এই খনিজ উপাদানটি ফ্যাট, কার্বোহাইড্রেট, মেটাবলিজম, কোষে ক্যালসিয়াম শোষণ এবং ব্লাডসুগার কমাতে সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে, ২১ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বাদাম। দেহে ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে বাদাম। রক্তে মনোস্যাচুরেটেড এবং পলিস্যাচুরেটেড ফ্যাটের মাত্রা নিয়ন্ত্রণ করে বাদাম। ওয়েবসাইট