দাবি বাস্তবায়নের আশ্বাস
জামালপুরে চিকিৎসক ধর্মঘট প্রত্যাহার
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২০, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জামালপুর প্রতিনিধি
রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন দিন পর ধর্মঘট প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ স্থানীয় রাজনৈতিক নেতাদের আলোচনায় চিকিৎসকদের চার দফা দাবি পযার্য়ক্রমে বাস্তবায়নের আশ্বাসে চলমান ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে পুরোদমে চিকিৎসা সেবা শুরু হয়েছে।
জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (সাচিব) জামালপুর জেলার আহ্বায়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোশায়ের উল ইসলাম রহমান রতন, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, পৌর মেয়র আলহাজ মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ ছানোয়ার হোসেন ছানু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাসুম রেজা রহিম প্রমুখ।