চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগ

২১৩ করোনাভাইরাসে আক্রান্ত, তিনজনের মৃত্যু

করোনাভাইরাস

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২০, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে দুইজন ও রাজশাহীতে একজন মারা গেছেন। এছাড়া রংপুর বিভাগে মৃত্যুর খবর জানা যায়নি। ব্যুরোর খবর

চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১২৪ জন। নতুন শনাক্তদের মধ্যে ১০৫ জন নগরীর ও ১৯ জন উপজেলার বাসিন্দা। এসময় করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। গতকাল বুধবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩০ হাজার ২১৪ জনের। এর মধ্যে ২৩ হাজার ৩৫৪ জন নগরীর ও ৬ হাজার ৮৬০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫৯ জন, এর মধ্যে ২৫৬ জন নগরীর ও ১০৩ জন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন জানান, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৬৯ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করে ছয়জনের ও সিভাসু ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনাভাইরাস পাওয়া গেছে। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা পাওয়া গেছে। জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।

রাজশাহী : রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

হয়েছে। মঙ্গলবার বিভাগের বগুড়ায় মৃত্যু হয় তার। বিভাগের আট জেলায় করোনায় এ নিয়ে ৩৬৫ জনের মৃত্যু হলো। বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২২৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৫ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভাগে নতুন ৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ১৬ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৩৭৮ জন। এদের মধ্যে ২২ হাজার ১১০ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৬৪ জন।

রংপুর : রংপুর বিভাগের ছয় জেলায় গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২৩ জন। এ নিয়ে বিভাগে মোট করোনায় ১৫ হাজার ৩৩২ জন আক্রান্ত এবং ২৯১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৪ হাজার ২০০ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল দিনাজপুরে ৬, গাইবান্ধায় ৩, রংপুরে ১, পঞ্চগড়ে ১, লালমনিরহাটে ১ এবং ঠাকুরগাঁও জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৪ হাজার ৪৮৬ জন আক্রান্ত ও ১০৩ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৩ হাজার ৯১৭ জন আক্রান্ত ও ৬৮ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৪৭৭ জন আক্রান্ত ও ৩২ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৪৩০ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৩০৭ জন অক্রান্ত ও ২৬ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৯৯৬ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯৫৪ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৭৫৪ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী জানান, নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২৩ জন। এ নিয়ে বিভাগে মোট করোনায় ১৫ হাজার ৩৩২ জন আক্রান্ত এবং ২৯১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৪ হাজার ২০০ জন রোগী সুস্থ হয়েছেন। এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৬২ জনসহ হোম কোয়ারেন্টিনে ছিলেন ৯৩ হাজর ৮৩ জন। একই সময়ে ১৫১ জনসহ মোট ৮৮ হাজার ৮১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।