ফেনীতে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২০, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফেনী প্রতিনিধি
গত ২১ অক্টোবর ফেনীর দাগনভূঞায় ডিবি পরিচয়ে ২৭ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৫০ হাজার টাকা ও ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নুরুন্নবী এমন তথ্য জানান।
পুলিশ সুপার জানান, ২১ অক্টোবর দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার ইসলামী ব্যাংক শাখা থেকে আবু জাফর নামে এক এজেন্ট ব্যাংক ব্যবসায়ী ২৭ লাখ ৬২ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় ডাকাতদলের সদস্যরা তাকে টার্গেট করে। একপর্যায় গ্রাহক আবু জাফর টাকা নিয়ে ব্যাংক থেকে বের হলে ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে অপহরণপূর্বক গাড়িতে তুলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দয়াপুরে নিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে টাকাগুলো নিয়ে উধাও হয়ে যায়। ঘটনার দিনই থানায় মামলা
করেন ভুক্তভোগী আবু জাফর।
পরে টাকা উদ্ধারসহ ডাকাত সদস্যদের আটক করতে দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। এরপরই গোয়েন্দা পুলিশ সদস্যরা সব স্থানের সিসি ক্যামেরার ফুটেজ ও আধুনিক তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে ঘটনায় সরাসরি জড়িত জাকির হোসেন, সবুজ মিঞা, ইমরান নাজিব নামে তিনজনকে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ঘটনায় মোট ৯ জন জড়িত ছিল।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সবাই ভিন্ন জেলার বাসিন্দা এবং তারা আন্তঃজেলা ডাকাত সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে পুলিশ পরিচয়ে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। তাদের ডাকাতি মামলায় আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল হক, গোয়েন্দা পুলিশ পরিদর্শক এএনএম নুরুজ্জামানসহ জেলার পুলিশ কর্মকর্তারা।