ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪.৭১

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪.৭১

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ৯৪ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষা বোর্ড থেকে এ ফল প্রকাশ করা হয়েছে। এর আগে ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ২০১৮ সালে ৮৬ দশমিক শূন্য ৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ, ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৫ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৯৭ শতাংশ।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২১ সালের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৬ হাজার ৩১৪ জন পরীক্ষায় অংশ নেয়।

এদের মধ্যে ১ লাখ ৯৫ হাজার ৪০৬ জন পরীক্ষায় পাস করেছে। এবার ২৭ হাজার ৭০৯ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ১২ হাজার ৯৭০ এবং ছাত্রী ১৪ হাজার ৭৩৯ জন। ২৬৮ কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এবার শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৬৬৭। এর মধ্যে ৩৯৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বোর্ডের এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, করোনাকালে পড়াশোনা এগিয়ে নেওয়া অনেক কষ্টকর ছিল। তারপরও শিক্ষার্থীরা পড়াশোনা করেছে। ভালো ফল হয়েছে

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত