ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৩১

আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৩১

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ৩১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুইজন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।

রাজধানীসহ সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট চিকিৎসা নিচ্ছেন ৬৩ জন ডেঙ্গুরোগী। এরমধ্যে সরকারি হাসপাতালে ৩৪ জন ও বেসরকারি হাসপাতালে ২৯ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার

ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছরে ১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২৮ হাজার ৪২৫ জনে দাঁড়িয়েছে। বছরের এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৫৭ জন।

বছরের প্রথম দিন গত ১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে ৩, মে মাসে ৪৩, জুনে ২৭২, জুলাইয়ে ২ হাজার ২৮৬, আগস্টে ৭ হাজার ৬৯৮, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১, অক্টোবরে ৫ হাজার ৪৫৮, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং ৩০ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ২০৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০৫ জনের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪, সেপ্টেম্বরে ২৩, অক্টোবরে ২২, নভেম্বর সাতজন এবং ৩০ ডিসেম্বর পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত