ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিলেট বোর্ডে পাস ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে

পাসের হার ৯৬.৭৮ শতাংশ
সিলেট বোর্ডে পাস ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে

এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে এবার ৯৬.৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বোর্ডে এবার সবমিলিয়ে ১ লাখ ১৯ হাজার ৫৫৩ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ১ লাখ ১৫ হাজার ৭০০ শিক্ষার্থী। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৩৪ জন। সার্বিক ফলে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর এ বোর্ডের ১৮৫ শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছেন। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলে দেখা গেছে, এ বোর্ডে বিজ্ঞান বিভাগে ৯৫.২৯ শতাংশ, মানবিক বিভাগে ৯৭.২৬ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৫.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

সিলেট বোর্ডের জেলাভিত্তিক ফলে দেখা গেছে, সিলেট বিভাগের মধ্যে

পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। এ জেলায় পাসের হার ৯৭.৫৩ শতাংশ। সিলেট জেলায় পাসের হার ৯৭.৪২ শতাংশ, মৌলভীবাজারে ৯৬.৭৯ এবং হবিগঞ্জে পাসের ৯৬.৫৫ শতাংশ।

তবে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সিলেটের ২২৯৮ শিক্ষার্থী রয়েছেন। এছাড়া মৌলভীবাজারের ১ হাজার ৪০ জন, হবিগঞ্জের ৮৬৯ এবং সুনামগঞ্জের ৬২৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সামগ্রিক ফলে দেখা গেছে, এ বোর্ডে ছেলেদের টপকে গেছে মেয়ে শিক্ষার্থীরা। এছাড়া জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও গেল বছরের মতো এ বছরও এগিয়ে আছে মেয়েরা।

ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ৫৩ হাজার ৩৩২ ছেলে শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৩৮৬ জন। ছেলেদের পাসের হার ৯৬.৩৫ শতাংশ। ৬৬ হাজার ২২১ মেয়ে শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এবার পাস করেছেন ৬৪ হাজার ৩১৪ জন। তাদের পাসের হার ৯৭.১২ শতাংশ। প্রকাশিত ফলে দেখা গেছে, ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি। গত বছর পাসের হারে ছেলেরা এগিয়ে ছিল। সে বছর ছেলেদের পাসের হার ছিল ৭৯.২৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ছিল ৭৮.৪৬ শতাংশ।

এদিকে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে গেল বছরের মতো এবারও মেয়েরা এগিয়ে আছে। গেল বছর ২০৮১ ছেলে ও ২১৮২ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছিল। এ বছর জিপিএ-৫ পাওয়াদের মোট সংখ্যা বেড়েছে। কিন্তু ছেলেদের জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমে গেছে। এক্ষেত্রে মেয়েদের সংখ্যা বেড়েছে।

ছেলেদের মধ্যে এবার ২ হাজার ২৮ জন জিপিএ-৫ পেয়েছেন। মেয়েদের মধ্যে ২ হাজার ৮০৬ জন পেয়েছেন জিপিএ-৫। এ বছর সিলেট জেলায় ৪৩ হাজার ৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪১ হাজার ৮৩২ জন পাস করেছেন। সুনামগঞ্জে ২৬ হাজার ৪৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ২৫ হাজার ৩৪৩ জন। মৌলভীবাজারে ২৬ হাজার ৩৯৪ পরীক্ষার্থীর মধ্যে পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৪০৬। এছাড়া হবিগঞ্জ জেলায় ২৪ হাজার ৫৪ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৩ হাজার ১১৯ জন পাস করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত