অন্যরকম
হাজার বছরের পুরোনো ম্যুরালে ‘ভিকট্রি সাইন’!
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
স্মৃতিফলকের লেখা অনুযায়ী, সমাধিটি জনৈক গুও জিং ট্যাংয়ের প্রতি নিবেদিত। ইনি রাজবংশের একজন মধ্যমসারির সামরিক কর্তা। স্মৃতিফলকটি ওই সমাধির অংশ। সমাধিটি হাজার বছরের পুরোনো। সম্প্রতি সেটির পুনঃস্থাপন করা হয়েছে। অচিরেই সেটি খুলে দেওয়া হবে দর্শকদের জন্যও। চীনের উত্তরাঞ্চলের শানজি প্রদেশে ৬১৮ থেকে ৯০৭ সাল পর্যন্ত ছিল ট্যাং রাজবংশের আমল। ওই সময়কার বিরল ম্যুরালসহ প্রাচীন সমাধিটির পুনঃস্থাপন করা হয়েছে। চীনের থাইউয়েন নর্দার্ন কিউ ডাইন্যাস্টির ম্যুরাল জাদুঘর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জানা যায়, শানজির রাজধানী থাইউয়েন একটি প্রাথমিক স্কুলে ২০১৯ সালে সমাধিটি আবিষ্কৃত হয়েছিল। পরে জাদুঘর কর্তৃপক্ষ এটির সুরক্ষার দায়িত্ব নেয়। সমাধিটির ছাদ, দেওয়াল, কফিন, বিছানা, করিডোর, দরজা- সবই চমৎকার ম্যুরাল দিয়ে সজ্জিত ছিল। জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, ম্যুরালগুলোর বিভিন্ন ক্ষয়ক্ষতি, যেমন ফাটল ধরা বা ফাঁপা হয়ে যাওয়া এবং অবশ্যই দাগ ইত্যাদি যতœ নিয়ে সংশোধন করা হয়েছে। সমাধিটি ভবিষ্যতে জনসাধারণের দর্শনের জন্যও উন্মুক্ত করা হবে। মজার বিষয় হলো, ম্যুরালগুলোতে যে হিউম্যান ফিগারগুলো দেখা যাচ্ছে তাদের অনেকেই মধ্যমা ও তর্জনী দিয়ে ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো একটা চিহ্ন দেখাচ্ছে! যা একালের গবেষকদের রীতিমতো অবাক করেছে।
থাইউয়েন ইনস্টিটিউট অব কালচারাল রেলিক প্রোটেকশনের তরফে এক গবেষক বলেন, সমাধিটির চমৎকার ম্যুরালের মালিকের মর্যাদা প্রকাশ করে, পাশাপাশি এর ঐতিহাসিক, শৈল্পিক ও বৈজ্ঞানিক মূল্যেরও প্রমাণ দেয়।