থাকবে না সিম স্লট
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
কোনো সিম স্লট ছাড়াই আগামী বছরে আইফোন ১৫ আসবে। সংবাদ মাধ্যম টাইমস নাউ নিউজ জানায়, সেই ফোনে দুটি ই-সিম সাপোর্ট থাকতে পারে। তবে সিম কার্ড সøট বাদ দিতে পারলে এটিকে পানিরোধী করা যাবে। এছাড়া আইফোন ১৫-এর অন্তত একটি মডেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে। মেমোরি ক্যাপাসিটি থাকতে পারে দুই টেরাবাইট। সেই সঙ্গে সেই পেরিস্কোপ লেন্সকে সামনে রেখে আগামী বছরের আইফোনে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।
সংবাদ মাধ্যমটি আরও জানায়, আগামী বছরের আইফোনে থাকবে কিউএলসি ফ্ল্যাশ স্টোরেজ। এই প্রযুক্তির কারণেই হয়তো এর মেমোরির ক্ষমতা দুই টেরাবাইটে উঠবে।
আশা করা যাচ্ছে, আগামীতে আইফোনের ক্যামেরাতে এমন উন্নতির কারণে এর তাইওয়ানভিত্তিক নির্মাতা লারগান প্রেসিসনের বাজার শেয়ার, রেভিনিউ এবং লাভ সবই বাড়বে। ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরায় থাকবে শুধু আইফোন ১৪ প্রো মডেলে। থাকবে ৮ কে ভিডিও রেকর্ডিং। তবে এই ৮কে ভিডিও ভালো দেখা যাবে অ্যাপলের এআর/ভিআর হেডসেটে। এই হেডসেটটিও আগামী বছর উন্মুক্ত হতে পারে।