ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলের মধ্যে যাদের আপডেট নিবন্ধন আছে তারা অংশ নিতে পারবে, এটি গণতান্ত্রিক অধিকার। যাদের (ইসলামী দল) নিবন্ধন নেই তারা অংশ নিতে পারবে না। গত বৃহস্পতিবার তিনি চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর (বাবুনগর মাদ্রাসা) মাদ্রাসায় মুহতামিমে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা কারিকুলামে ধর্মীয় শিক্ষার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। হেফাজত ইসলামের যে দাবি সেটার অনেক আলোচনা আছে। সব আলোচনা শেষে একনেক মিটিংয়ে যাবে। সেটা একদিনে সমাধান হবে না, পর্যায়ক্রেম হবে। বাংলাদেশে ৯০ ভাগ মুসলিম। তিনি বলেন, মাদ্রাসার বড় মাহফিলে আমির আমাকে দাওয়াত দিয়েছিলেন। তখন আমি হজ কার্যক্রমের কারণে সৌদিআরবে থাকব। তাই আগেই হুজুরের সঙ্গে দেখা করে দোয়া নিয়েছি। এটা আমার কর্তব্য ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে।
এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি, হেফাজাত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আইয়ুব বাবুনগরী, হেফাজত নেতা মাওলানা হারুন আজিজী নদভী, মাওলানা মাহমুদ শাহ ধর্মপুরী, মুফতি মো. আজিজি বাবুনগরী, মাওলানা হাজী ইউসুফ রাঙ্গুনিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা পরিদর্শন করেন।