সারাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ছয়
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পাঁচজন এবং কেরানীগঞ্জে ট্রাকের চাপায় এক ব্যবসায়ী মারা গেছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : চট্টগ্রামে পৃথক তিনটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। চট্টগ্রামের সীতাকুণ্ড, মীরসরাই ও নগরের বাকলিয়া থানা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলার সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা পিএসপি কারখানার সামনে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটিতে চালকসহ দুইজন ছিলেন। দুর্ঘটনায় দুইজনই গুরুতর আহত হন।
চট্টগ্রাম পাঁচলাইশ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হোসাইন বিন আরিফ ও মো. ইমন নামে দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরিফকে মৃত ঘোষণা করেন। আহত ইমনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। নিহত হোসাইন বিন আরিফ সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মাস্টার জালাল মৌলভি বাড়ির মৃত্যু জিয়ারবুল হোসেনের ছেলে।
এদিকে, গত বৃহস্পতিবার রাতে মীরসরাইয়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আসাদুল্লাহ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার ১ নম্বর করের হাট ইউনিয়নের কালাপানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মীরসরাই জোরারগঞ্জ থানার এসআই ফারুক হোসেন বলেন, রাতে ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই আহত মোটরসাইকেল আরোহী আসাদুল্লাহ মারা যান। পালিয়েছে ট্রাকচালক ও সহকারী। ট্রাকটি জব্দ করা হয়েছে।
অপরদিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর উত্তর পাশে ক্রেনবাহী গাড়ির চাপায় কাঞ্চন দেবনাথ (৪৬) নামে অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত কাঞ্চন দেবনাথ আনোয়ারা উপজেলার পুলিন বিহারী দেবনাথের ছেলে।
নগরের বাকলিয়া থানার এসআই আসাদ উল্লাহ বলেন, ক্রেনবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কাঞ্চন দেবনাথের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. অনিক (১৭) ও মো. শাওন (১৮) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠালে সেখানে রাত ৩টায় শাওনের মৃত্যু হয়। নিহত অনিক রাজধানীর মুগদার মানিকনগরের মো. ইদ্রিস মিয়ার ছেলে এবং শাওন কুমিল্লার লাকসামের মনোহরগঞ্জের সাইফুল মিয়ার ছেলে। শাওন মুগদার মানিকনগরে ভাড়া বাড়িতে থাকত।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গভীর রাতে সড়ক দুর্ঘটনার শিকার দুই কিশোরকে ঢাকা মেডিক্যালে আনা হলে পথেই একজনের ও হাসপাতালে আনার পর অন্যজনের মৃত্যু হয়। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় জেলা পরিষদের ডাকবাংলো মোড়ে বৃহস্পতিবার রাতে ট্রাকের চাপায় রাফিন হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাফিন হোসেন ফতুল্লা থানার পুলিশ লাইনের মনিরা গার্মেন্ট গলির আমেরিকা প্রবাসী আবুল হোসেনের ছেলে। পেশায় থান কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ঘটনার পর চালকসহ ট্রাকটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত ট্রাকচালক রিয়াজুল ইসলাম (৩০) বরিশাল জেলার বিমান বন্দর থানার সারশি গ্রামের হান্নান ফকিরের ছেলে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, পেছন থেকে আসা একটি অটোরিক্সা নিহতের বহনকারী অটোরিক্সাকে সজোরে ধাক্কা দিলে নিহত রাফিন হোসেন ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, নিহত রাফিন হোসেন থান কাপড় ব্যবসায়ী। গলাচিপা রেললাইন সংলগ্ন তার কাপড়ের ব্যবসা রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।
নিহতের স্বজনরা জানান, নিহত রাফিন ছয় মাস আগে বিয়ে করেন। তার বাবা আমেরিকা প্রবাসী। আগামীকাল (আজ) আমেরিকা থেকে নিহতের বাবা দেশে ফিরলে লাশ দাফন করা হবে।