চতুর্থ শিল্পবিপ্লব সামনে রেখে শিক্ষাব্যবস্থা সাজিয়েছি : শিক্ষামন্ত্রী

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ আর চতুর্থ শিল্পবিপ্লব সামনে রেখে সরকার শিক্ষাব্যবস্থা সাজিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমরা জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা প্রয়োগ করতে চাই। আমাদের শিক্ষার্থীরা গুগলসহ সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর হবে। গত শনিবার রাতে সিলেট বিভাগীয় স্টেডিয়াম প্রাঙ্গণে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাইলটিয়ান মিলনমেলায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন ও স্বনামধন্য বিদ্যালয়। এখান থেকে শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনাম কুড়াচ্ছেন। এমনকি তারা দেশের কল্যাণেও ভূমিকা রাখছেন। এ বিদ্যালয়ের উন্নতিকল্পে সরকারের পরিকল্পনা আছে। অচিরেই এর সংস্কার কাজ শুরু হবে।

সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আব্দুল জলিল ভূঁইয়ার সভাপতিত্বে ও সিবগাত আহমেদের সঞ্চালনায় প্রতিবেদন পেশ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার জাহান চৌধুরী আপেল।