ইসলামিক ফাউন্ডেশনে বই উৎসব অনুষ্ঠিত
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৭ম পর্যায়) শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার। গতকাল রোববার বায়তুল মুকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে গণশিক্ষা প্রকল্পের ঢাকা জেলার পাঁচটি জোনের প্রায় ২৫০ জন শিক্ষার্থীর হাতে নতুন শিক্ষাবছরের বই তুলে দেয়া হয়। ওই অনুষ্ঠানে ঢাকা মহানগরীর প্রায় ৪৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। গতকাল সারা দেশে গণশিক্ষা কেন্দ্রের প্রায় ২৮ হাজার ৮০০টি প্রাক প্রাথমিক গণশিক্ষা কেন্দ্রে ৮ লাখ ৬৪ হাজার শিক্ষার্থীর মাঝে বই বিতরণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে এই ‘বই উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মু. আ. আউয়াল হাওলাদার বলেন, শুধু বই বিতরণ করলেই হবে না, বইয়ের আসল মর্মবাণী, শিক্ষা, নীতি-আদর্শ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারলেই এই মহতী উদ্দেশ্য সফল হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মো. নায়েব আলী মণ্ডল। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক একেএম ফজলুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম। মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই বই বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।