বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

নতুন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান রাষ্ট্রপতি ও অত্র বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে পরবর্তী তিন বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) নিযুক্ত হয়েছেন। গত ২৭ ডিসেম্বর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এদিকে নতুন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান গত ১ জানুয়ারি উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অফিসে যোগদান করেছেন। অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ১৯৬৪ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার মাতা মরহুমা আঞ্জুমান আরা বেগম এবং পিতা মরহুম আব্দুল মজিদ খান। তিনি ১৯৭৯ সালে শিবচর নন্দকুমার বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮১ সালে বরহামগঞ্জ সরকারি কলেজ, শিবচর থেকে এইচএসসি পাস করেন। তিনি ১৯৮৮ সালে শেরেবাংলা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ১৯৯৭ সালে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের নির্বাহী সভাপতি। বর্তমানে তিনি ক্যান্সার মিশন ফাউন্ডেশন, বাংলাদেশের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পসমূহের প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ব্যক্তিজীবনে অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান এক পুত্র ও এক কন্যা সন্তানের বাবা। তার সহধর্মিণী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গাইনোকোলজিক্যাল অনকোলজিক্যাল বিভাগের অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস।