ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নববর্ষে বিজ্ঞান জাদুঘরে ধন্যবাদ জ্ঞাপন দিবস

নববর্ষে বিজ্ঞান জাদুঘরে ধন্যবাদ জ্ঞাপন দিবস

বছরের শুরুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ধন্যবাদ জ্ঞাপন দিবসের আয়োজন করে। গত ১ জানুয়ারি বিজ্ঞান জাদুঘরের গাঙচিল মিলনায়তনে সংস্থার প্রায় ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে বিগত বছরের দায়িত্ব পালনে সফলতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ উপলক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে অফিস সহায়ক, বাস হেল্পার, বাস চালক, টেকনিশিয়ান, উচ্চমান সহকারী, সহকারী কিউরেটর, কিউরেটর, সিনিয়র কিউরেটর এবং উপ-পরিচালক পর্যায়ের ২৪ জন কর্মকর্তা-কর্মচারী তাদের অনুভূতি প্রকাশ করেন। সভায় সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা দেশপ্রেম এবং সততার চেতনায় আগামীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। এ উপলক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সবাইকে কঠোর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি, অনিয়ম কিংবা অসদাচরণ কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। বিজ্ঞান শিক্ষার উন্নয়নে এবং প্রযুক্তি চর্চার বিকাশে এ প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে হবে। দুর্নীতি ও অবহেলার অভ্যাস বর্জন করতে হবে। প্রতিষ্ঠানকে দর্শকবান্ধব করে তুলতে হবে এবং দায়িত্ব পালনে প্রত্যেককে জবাবদিহিতামূলক মানসিকতা গড়ে তুলতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত